নির্মাণ সামগ্রী পাচারের অভিযোগে সিমেন্টসহ লরি আটক পূর্ব হুরুয়া গ্রামে - Sabuj Tripura News
ধর্মনগর প্রতিনিধিঃ জনগন সজাগ হলেই চোরেরা হবে হুঁশিয়ার। তারি জীবন্ত দৃশ্য ধরাপরলো ধর্মনগর পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে এবং এই এলাকার একটি রাস্তায় চলছে ঢালাইয়ের কাজ।
ঘটনার বিবরণে জানা যায় কালাছড়া ব্লকের অন্তর্গত এই রাস্তার জন্য বরাদ্দ রড সিমেন্ট ঐ রাস্তার ধারেই একটি অস্থায়ী স্টোরে মজুদ রেখেই কাজ চলছে। তবে এলাকাবাসীর অভিযোগ এই স্টোর থেকে অনবরত রড সিমেন্ট চুরি হচ্ছে এবং প্রায়ই গভীর রাতে এই স্টোর থেকে মাল নিয়ে বেড়িয়ে যেতে এলাকাবাসী গাড়ির আওয়াজ শুনতে পান এমনকি স্থানীয়দের কাছে ছবিও রয়েছে।
কিন্তু চুরির মাত্রা বেড়ে যাওয়ায় গোপন পরামর্শে স্থানীয়রা হাতেনাতে ধরতে উৎপেতে বসে ছিলেন। অবশেষে রবিবার সকালে অস্থায়ী স্টোর থেকে ৫০ বস্তা সিমেন্ট নিয়ে বেড়িয়ে যাওয়ার সময় এলাকাবাসী টিআর ০২ এফ ১৫৮০ নম্বরের একটি গাড়ি আটক করেন।
অভিযোগ করা হয় অতি নিম্নমানের কাজ করেই এই রাস্তা নির্মাণে ব্লক থেকে বরাদ্দকৃত নির্মাণ সামগ্রী বাইরে বিক্রি করা হচ্ছে। এদিকে আটককৃত গাড়ী চালক জানিয়েছেন স্থানীয় এক শাসকদলের নেতার
আদেশেই স্টোর থেকে সিমেন্ট গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কোন মন্তব্য নেই