সবুজ ত্রিপুরা
২২ জুলাই ২০২০
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ করোণা মহামারীতে সারাদেশে যখন লকডাউন ছিল কিংবা বর্তমানে আনলক টু চলছে আর রাজ্যে সীমান্তবর্তী এলাকায় এক কিলোমিটার জুড়ে চলছে লকডাউন, সেই পরিস্থিতিতে দেশের এবং রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা রাখতে নিয়মিত পরিষেবা চালিয়ে গিয়েছিল রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি এবং ডাক বিভাগ ও রাজ্যের এবং দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা।
আর তাই তাদেরকে সংবর্ধনা জানাতে প্রয়াস গ্রহণ করেছে বিলোনিয়া হেল্পিং হ্যান্ড নামে একটি সামাজিক প্রতিষ্ঠান। সেই মোতাবেক আজ বিলোনিয়া বিভিন্ন ব্যাংক কর্মীদের এবং সংবাদকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা দেয় সংগঠনের সদস্যরা।
তাছাড়া সংগঠনের পক্ষ থেকে জানায় যে তাদের দৃষ্টিতে যারা প্রতিনিয়ত ব্যাংকিং পরিষেবা চালু রেখে ছিল তারাও ডাক্তার পুলিশ সংবাদকর্মীদের মত করোণা যোদ্ধা তাই তাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হয়েছে।
কানাড়া ব্যাঙ্ক সঞ্চালক জানান তারা অনেক খুশি হয়েছেন তাদেরকে এভাবে সম্বর্ধনা দেওয়াতে আগামী দিনে তারা আরো উৎসাহের সঙ্গে কাজ করবে বলে জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সদস্যদের।
0 মন্তব্যসমূহ