আইপিএলের চেয়ারম্যান ঘোষণা করলেন মেগা ইভেন্টের স্থান ও দিনক্ষণ- Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
২৫ জুলাই ২০২০
শনিবার    

বিশেষ প্রতিনিধিঃ ভারতের অতি জনপ্রিয় ক্রিকেট সিরিজ আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমিরা বেশ চিন্তিত ছিলেন। কিন্তু অবশেষে ঠিক হলো  সংযুক্ত আরব আমিরশাহিতেই এবার অনুষ্ঠিত হবে আইপিএল। শুক্রবার আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল  ঘোষণা করলেন মেগা ইভেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ৮ নভেম্বর। 

তাছাড়া আগামী সপ্তাহে গভর্নিং কাউন্সিল বৈঠকে বসবে এবং সেখানে সূচি চূড়ান্ত করা হবে। তবে ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের দিনক্ষণ জানিয়েও দেওয়া হয়েছে এবং কেন্দ্রের কাছ থেকে অনুমতি পেয়ে যাওয়ার ‘‌আশা ব্যাক্ত করেন তিনি। 

তিনি বলেন  আগামী গভর্নিং কাউন্সিলের বৈঠকে সূচি চূড়ান্ত হয়ে যাবে এবং তারপর ৫১ দিন ধরে চলবে আইপিএল। তবে কোনও কাটছাঁট নয় সর্বমোট  ৬০টি খেলা হবে। 

জানা গেছে আইপিএল শুরুর প্রায় মাসখানেক আগে সমস্ত দল পৌঁছে যাবে আমিরশাহিতে এবং সেখানেই চলবে প্রস্তুতি। খেলা হবে দুবাই, শারজা ও আবুধাবিতে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu