যুব মোর্চা ও মহকুমা কমিটির উদ্যোগে সেচ্ছায় রক্তদান - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৬ জুলাই ২০২০
সোমবার

পানিসাগর প্রতিনিধিঃ আজ ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির ১১৯ তম জন্মদিন  উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে বেলা ১২ ঘটিকায় পানিসাগর  টাউন হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 
উক্ত রক্তদান শিবিরে সভাপতিত্ব করেন  বিজেপি  পানিসাগর মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস মহাশয় এছাড়া মঞ্চে উপস্থিত  ছিলেন পানিসাগর বিধানসভার  বিধায়ক বিণয় ভূষণ দাস মহাশয়, উত্তর জেলা বিজেপি র সভানেত্রী মলিনা দেবনাথ মহোদয়া, 


বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় নাথ, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা পানিসাগর মহকুমা কমিটির সভাপতি রাজন দাস সহ অন্যান্য প্রমুখরা, অনুষ্ঠানের শুরুতেই ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করেন মঞ্চে উপস্থিত অতিথিবর্গ। তারই অঙ্গ হিসাবে শুরু হয় রক্তদান  এবং সেখানে উপস্থিত বাক্তি গনের মধ্যে  মোট ৪০ জন  রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu