করোনা পজিটিভ লিস্ট ভাইরাল নিয়ে প্রতিবাদ সুস্থ হওয়া করোনা আক্রান্তের - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৭ জুলাই ২০২০
সোমবার 


ধর্মনগর প্রতিনিধিঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে বাড়ছে কোভিড কেয়ার সেন্টারের সংখ্যা । বর্তমানে উত্তরজেলার পানিসাগর আরসিপিতে একটি কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। বিগত ১৫ জুলাই থেকে জেলার করোনা আক্রান্তদের এই কোভিড কেয়ার সেন্টারে সুস্থ করে তুলার জন্য রাখাহচ্ছে। ইতিমধ্যে রবিবার এই পানিসাগর আরসিপিতে চিকিৎসারত ২৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার এই সুস্থ হওয়া উত্তরজেলার একাধিক করোনা আক্রান্তরা তাদের করোনা পজিটিভের লিস্ট ভাইরাল হওয়ার  বিষয় নিয়ে প্রতিবাদে করলেন। 

বিগত দিনেও সরকার করোনা আক্রান্তদের নাম প্রকাশের ক্ষেত্রে বার বার নিষেধ করেছেন । তথাপি একটা দুষ্টুচক্র প্রতিদিন রাজ্যের করোনা আক্রান্তদের নামের তালিকা ভাইরাল করে চলেছে। এর প্রতিবাদ করতে গিয়ে তারা জানালেন বিগত ১৪ তারিখ রাতে তাদের যখন করোনা পজিটিভ এর তালিকা বের হয় তখন কে বা কারা তাদের ব্যাক্তিগত মোবাইল নম্বর ও ঠিকানা সমেত লিস্টটি ভাইরাল করেন। তার পর থেকেই তারা অপরিচিত নম্বর থেকে বিভিন্ন ফোনের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি এই তালিকা প্রকাশ্যে আসার কারনে পরিবারের লোকজনদেরও বিভিন্ন সমস্যায় পরতে হয়েছে। তাদের যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাদের ভিডিও করে ভাইরাল করা হয়েছে। এতে মানসিক ভাবে হেনস্থা হতে হয়েছে তাদের। তারা  সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ করে বলেন  আগামীতে যেন করোনা আক্রান্তদের নামের তালিকাটি ভাইরাল না হওয়ার জন্য প্রশাসন কড়া উদ্যোগ গ্রহন করেন। পাশাপাশি সমাজের প্রতিটি মানুষ যেন করোনা আক্রান্তদের পাশে থেকে সাহস যোগান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu