সবুজ ত্রিপুরা
১৭ জুন, ২০২০
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ৪০৫ কেজি গাঁজা বোঝাই লরি আটক করল তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি থানার পুলিশ। যদিও রহস্যজনকভাবে গাড়ির চালক ও সহ চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে সংবাদ সূত্রে জানা যায়। সংবাদে জানা যায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ আঠারোমুড়া ৪১ মাইল এলাকায় পুলিশ চেকিংয়ে বসে সেই সময় আগরতলা থেকে TN 30 BW 6315 গাড়িটিকে চেকিং এর জন্য এবং গাড়ির কাগজপত্র চেক করার জন্য বলা হয়। আর সেই সময়ে গাড়ির চালক এবং সহ চালক পালিয়ে যায় বলে পুলিশের অভিমত।
পরে গাড়িটিকে মুঙ্গিয়াকামি থানায় এনে চেকিং করার পর ৪০৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।এদিকে এ খবর পেয়ে থানায় ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক R RAOA। তিনি বলেন গাজা গুলির বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে ধারণা। তবে একাংশ জনমনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে পুলিশের সামনে থেকে কিভাবে পালিয়ে যায় চালক এবং সহ চালক। এটা কি পুলিশের কোন ধরনের চুক্তিপত্র রয়েছে কিনা তাও একাংশ জনগণের মধ্যে প্রশ্নোত্তর শুরু করে দিয়েছে। এদিকে বিগত কয়েকমাস পূর্বে গাজা সংক্রান্ত ব্যাপারে গাজা মাফিয়াদের সঙ্গে গোপনে যোগাযোগ থাকার অভিযোগে মুঙ্গিয়াকামি থানার বড়বাবু শুরসেন ত্রিপুরাকে রাতারাতি চ্যাপ্টার ক্লোজ করে নিয়ে যাওয়া হয়।তবে পুলিশের এই গাজা বিরোধী অভিযানের চালক এবং সহ চালক পালিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়েও জল ঘোলা হচ্ছে রীতিমতো।
0 মন্তব্যসমূহ