সবুজ ত্রিপুরা
১৩জুন, ২০২০
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি: বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ করেউপজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পের অধীন টিলা ভূমিকে কাজে লাগিয়ে উপজাতি যুবক-যুবতীরা যাতে আর্থিক দিক দিয়ে স্বচ্ছল হতে পারে তার জন্য কৃষি দপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন রকমের ফল চাষ করে যেমন কমলালেবু , আনারস, মুসাম্বি এই ধরনের প্রকল্পের অধীন বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। সেই সাথে বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমা। তেলিয়ামুড়া মহাকুমারের মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে আঠারোমুড়া, শ্রীরাম পারা , তুইকর্মা ,পূর্ব লক্ষীপুর এডিসি ভিলেজ সহ বিভিন্ন এলাকার মানুষজনেরা মুসাম্বি চাষের উপর গুরুত্ব দিয়েছে। আর এই প্রকল্প গুলো ঠিকঠাক বাস্তবায়িত হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে খোয়াই জেলার একটি প্রতিনিধি দল মুসাম্বি চাষ হচ্ছে এমন সব এলাকা পরিদর্শন করেন।
এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার সহ- সভাধিপতি হরি শংকর পাল সহ মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস-চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তর তত্ত্বাবধায়ক সহ অন্যান্য আধিকারিক গন। এদিন তারা বিলাই হাম পাড়া সফরে এসে জানান যে রাবার চাষের ওপর গুরুত্ব না দিয়ে চাষীরা মুসাম্বি চাষের উপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে ২০ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে মুসাম্বি চাষ হচ্ছে ওই এলাকাতে। আগামী দিনগুলোতে এ বছরের ন্যায় বিগত বছর গুলোতে মুসাম্বি চাষের জন্য চাষীদের অনুপ্রেরণা সহ সরকারি ভাবে সাহায্য করা হবে, বলে জানান প্রতিনিধি দল।
0 মন্তব্যসমূহ