বাঁশের সাঁকোই একমাত্র ভরসা চামপ্লাই গ্রামে মানুষের - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
১৩জুন, ২০২০
শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি: মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের একটি অংশ চামপ্লাই এলাকা। মুঙ্গিয়াকামি রাস্তা  থেকে চামপ্লাই গ্রামে  পৌঁছার রাস্তাটি  দীর্ঘদিন
ধরে বেহাল দশায় রয়েছে। বর্তমানে চলছে বর্ষা মরশুম। প্রতিদিনের বৃষ্টিপাতের ফলে মরণফাঁদে পরিণত হয়ে আছে এই রাস্তাটি। তাই গ্রামে পৌঁছার মত নেই কোন বক্স কালভার্ট, শুধু বাঁশের সাঁকো একমাত্র মাধ্যম গ্রামে যাওয়ার, এমনটাই অভিযোগ করলেন এক এলাকাবাসী। উনার কাছ থেকে জানা যায় মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত চামপ্লাই এলাকার ঐ গ্রামে ১৭ থেকে ১৮ টি পরিবারের বসবাস। বর্তমান বৃষ্টিপাতের ফলে রাস্তাটির বেহাল দশা। 


এলাকাটিতে প্রবেশ করতে হলে ছড়ার উপর দিয়ে বাঁশের সাঁকো একমাত্র মাধ্যম। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঐ এলাকার ছাত্র ছাত্রীরাও একই রাস্তা ধরে বিদ্যালয়ে আসা যাওয়া করে। এলাকাবাসীর দাবি রাজ্য সরকার যেন অতি দ্রুত রাস্তাটি মেরামতের কাজে হাত লাগায় এবং বাঁশের সাঁকোর জায়গায় একটি বক্স কালভার্ট এর ব্যবস্থা করে দেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu