সবুজ ত্রিপুরা
২২ জুন, ২০২০
সোম
বার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে তেলিয়ামুড়া ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল। সারাইয়ের কোন ব্যবস্থা নেই, শীত ঘুমে দপ্তর। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরেই করুণা মহামারীর কারণে সারাদেশের সাথে তাল মিলিয়ে রাজ্য হয়েছিল চার দফার লকডাউন। চার দফার লকডাউন শেষ হয়ে বর্তমানে চলছে আনলক ওয়ান । আর প্রথম দফার লকডাউনের আগে থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে তেলিয়ামুড়া ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল।
এই ঘটনা খোদ নিজের মুখেই স্বীকার করেছেন তেলিয়ামুড়া ট্রাফিক ডি.এস.পি সোনা চরণ জমাতিয়া। তিনি বলেন, এই ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল গুলো যিনি মেরামত করেন তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় রয়েছেন উনার সাথে যোগাযোগ করা হয়েছে, জানিয়েছেন চলতি মাসের ২৬ তারিখ তিনি ত্রিপুরায় আসবেন আর তার পরই ঠিক হবে এই ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল। তাছাড়া ট্রাফিক ডি.এস.পি আরো জানান তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে ট্রাফিক পুলিশদের দাঁড়ানোর জন্য ট্রাফিক পোস্ট নেই যার কারণে রাস্তায় দাঁড়িয়ে খুবই কষ্ট করে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। তাছাড়া তেলিয়ামুড়া শহরে টমটম চালকের সাথে কথা বলে জানা যায়, প্রথম দফার লকডাউনের আগে থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল গুলো। যার ফলে চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর ছোট বড় দুর্ঘটনা ঘটে। এখন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকের মনে প্রশ্ন উঁকি মারছে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তবে তার দায়ভার কার?
0 মন্তব্যসমূহ