মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে কৃষি বিজ্ঞানীদের সভা- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা,
৫ জুন, ২০২০                   
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ কৃষি বিজ্ঞান কেন্দ্র ও  আই সি এ আর যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়া ছড়া এডিসি ভেলিজের হাজরাপাড়া এলাকায় কৃষি কাজ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সামাজিক দূরত্ব বজায় রেখে। এছাড়া এদিন ধানের বীজ সহ ভুট্টা ও শিমের বীজ প্রদান করা হয় কৃষকদের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার  সভাধিপতি জয়দেব দেববর্মা সহ সহ-সভাপতি হরিশঙ্কর পাল। 
                            
এছাড়াও ছিলেন কৃষি বিজ্ঞানী  সহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া এই দিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ৫০ জনের অধিক মাক্স কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। কৃষি বিজ্ঞানীরা কৃষি উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যাবে সে বিষয়ে কৃষকদের অবগত করেন। আগামী দিনেও কৃষকদের সাহায্যার্থে সংস্থাগুলি কাজ করবেন বলে জানান। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  টি এস আর  হাজরাপাড়া ক্যাম্পে বৃক্ষ রোপন করেন জেলা  সভাধিপতি  জয়দেব দেববর্মা এবং জেলা সহ-সভাপতি হরি শংকর পাল।
                              

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu