ধর্মনগরের করোনা আক্রান্তকে বুধবার সন্ধ্যায় পাঠানো হলো আগরতলায় - Sabuj Tripura News



সবুজ ত্রিপুরা, 
৩ জুন, ২০২০
বুধবার

ধর্মনগর প্রতিনিধি:  বুধবার বিকেলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার টুইটার বার্তায় জানিয়েছেন বুধবার মোট ৮২১ জনের করোনার নমুনা পরীক্ষা করার পর ৪৯ জনের শরীরে করোনা সংক্রামনের সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ রাজ্যে নতুন ৪৯ জন করোনা আক্রান্ত সহ বুধবার বিকেল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫২০ জন। বুধবারের ৪৯ জন আক্রান্তের মধ্যে একজন উত্তর জেলার ধর্মনগর দেওয়ান পাশা পঞ্চায়েতের বাসিন্দা। জানা গেছে আক্রান্ত ব্যক্তি বিগত কিছুদিন পূর্বে উড়িষ্যা থেকে ধর্মনগর নিজ বাড়ীতে ফিরেছিলো। যদিও সে বাড়ি ফেরার পর তার সোয়াব সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বুধবার তার করোনা পজেটিভ এর রিপোর্ট আসার  সঙ্গে সঙ্গে বুধবার সন্ধ্যায় উত্তর জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে করোনা চিকিৎসার জন্য তাকে আগরতলার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে পাঠানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu