HeadLogo

মুঙ্গিয়াকামী ব্লকে বেনিফিসারিদের মধ্যে মৌমাছি চাষের সামগ্রী বণ্টন - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা,   
৪ জুন, ২০২০
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার আত্মা প্রকল্পের মাধ্যমে তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লক এর ১৫ জন এর হাতে মৌমাছি চাষের জন্য যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এর পর বেনিফিসারি দের মধ্যে মৌমাছি  চাষ নিয়ে  প্রশিক্ষণ দেন প্রশিক্ষক।

উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, মুঙ্গিয়াকামী বিএসি এর ভাইস চেয়ারম্যান  বিকাশ দেববর্মা, মহকুমা কৃষি আধিকারিক ডঃ সেন্টু আচার্য্য সহ প্রমুখরা। কৃষি আধিকারিক  জানান সারা বছরই মহকুমা এলাকার  বিভিন্ন বেনিফিসিয়ারিদের বিভিন্ন প্রকল্পের  অধিনে  প্রশিক্ষণ এবং সামগ্রী  বিতরণ  এর কাজ চালু রয়েছে। আজ এই সকল প্রকল্পের  অধিনে থাকা একটি অংশ। আগামী দিনে ও  কৃষক ও বেকারদের স্বনির্ভর করার জন্য সরকারি বিভিন্ন প্রকল্প চালু থাকবে।


                                  

কোন মন্তব্য নেই