দেওয়ানপাশা রেড কন্টেনমেন্ট জোন হিসেবে সিল করল প্রশাসন - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা, 
৪ জুন, ২০২০
বৃহস্পতিবার

ধর্মনগর প্রতিনিধি রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬২২ জন। বুধবার রাজ্যে নতুন করোনা আক্রান্তেদের মধ্যে একজন উত্তর জেলার ধর্মনগর দেওয়ানপাশা পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন। বুধবার বিকেলে তার করোনা পজেটিভের রিপোর্ট আসার সাথে সাথেই উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তাকে করোনা চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়। বর্তমানে আগরতলায় চলছে তার কারোনার চিকিৎসা। 


এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর দেওয়ানপাড়া পঞ্চায়েতের করনা আক্রান্ত সেই ব্যক্তির বাড়ির চারিদিকের প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে প্রশাসনিক উদ্যোগে রেড ক্যান্টনমেন্ট জোন হিসেবে শিল করে দেওয়া হয়। মাইক  যোগে এলাকায় জানানো হয়েছে আগামি ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট  এলাকায়  কেউ আসা যাওয়া করতে পারবেন না। নির্দিষ্ট এলাকার বসবাসকারীরা অতি আবশ্যকীয় দ্রব্যাদি সহ স্বাস্থ্য বিষয়ক কোন কারনে বের হতে চাইলেও লাগবে অনুমতি। পাশাপাশি এলাকায় যারাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদেরকে সরকারি বিধি নিষেধ শৃঙ্খলার মধ্যে থেকে পালন করতে অনুরোধ করা হয়েছে। আগামীতে যারাই বহি রাজ্য থেকে এলাকায় প্রবেশ করবেন তাদেরকে এলাকার জনপ্রতিনিধিদের সাথের যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu