সীমান্ত এলাকায় রাতের আকাশে বিশাল আকৃতির ঘুড়ি স্থানীয়দের মধ্যে আতঙ্ক - Sabuj Tripura News

সবুজ
 ত্রিপুরা
২৭ জুন, ২০২০
শনিবার

বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর রাত্রে ঘুড়ি উড়ানো কে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। ঘটনা কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকার এক স্কুল ছাত্র গতকাল বিকাল থেকে একটি বিশাল আকৃতির ঘুড়ি উড়িয়েছিল। আর ঘুড়িটির বিকট শব্দ অনেক দূর থেকেই শোনা যায়

ঘুড়িটিতে লাগানো ছিল মোটর চালিত লাইটও,যা দেখে বিএসএফ এবং বিজেপি জওয়ানদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দেয়। খবর পেয়ে বিএসএফ-এর সদর কার্যালয় শালবাগান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা পশ্চিম পাড়া এলাকায় জড়ো হয়। কলমচৌড়া থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। তারা ভেবেছিলেন সীমান্তে কেউ ড্রোন ক্যামেরা উড়িয়েছেন। অনেক খোঁজাখুঁজির পর রাত দশটা নাগাদ তারা জানতে পারে, এক স্কুল ছাত্র এই ঘুড়িটি উড়িয়েছে। 

ঘুড়িটি অনেক উপরে উঠেছিল বলে জানা যায়। প্রায় আধা ঘন্টার প্রচেষ্টার পর ঘুড়িটিকে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছিল। ঘুড়িটিকে দেখার জন্য পুরো এলাকার মানুষ ছুটে আসে, বিশেষ করে পুলিশ এবং বিএসএফ কে এক সাথে দৌড়ঝাঁপ করতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে ঐ ছাত্রের পরিবার জানিয়েছেন তাদের ছেলের ঘুড়ি উড়ানোর প্রতি আগ্রহ রয়েছে 

করুণা পরিস্থিতিতে এই ধরনের কার্যকলাপের জন্য দুই দেশের জওয়ানদের মধ্যে দৌড়ঝাঁপ করতে হয়েছে। বিএসএফ আধিকারিকরা সেই ঘুড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পাশাপাশি ঐ ছাত্রের অভিভাবককে বলা হয়েছে পরবর্তী সময়ে বিওপিতে এসে দেখা করার জন্য। এখন দেখার বিষয় বিএসএফ এই স্কুল ছাত্রের  বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu