জমি মাটির অস্তিত্ব রক্ষার্থে অনশনে যৌথ আন্দোলন কমিটি - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
১০জুন, ২০২০
বুধবার

বিশেষ প্রতিনিধি: একে তো রাজ্যে করোনা মহামারীর কারনে চলছে দৌড়ঝাপ। অপরদিকে বুধবার সকালে কাঞ্চনপুরে শুরু হলো যৌথ মঞ্চের উদ্যোগে আমরন অনশন। প্রসঙ্গত বিগত ১০ ডিসেম্বর দেশের নাগরিক সংশোধনী আইনের বিরোধীতা করে আন্দোলনের নামে কাঞ্চনপুরের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর আক্রমন করে ছিল মিজোরাম থেকে রাজ্যে আসা ব্রু-শরণার্থীরা বলে স্থানীয় জনগনের অভিমত। 

তারপর থেকেই কাঞ্চনপুরের নাগরিক সুরক্ষা মঞ্চ আক্রমনকারিদের শাস্তির দাবি করে আসছিলো। পাশাপাশি তাদের দাবিছিলো মিজোরাম থেকে রাজ্যে আসা বিস্তীর্ণ অঞ্চলের উদ্বাস্তু ব্রু  শরণার্থীদের স্ব-ভূমি মিজোরামে ফেরত পাঠানো। যদিও লকডাউনের ফলে এই দাবিতে নাগরিক সুরক্ষা মঞ্চের আন্দোলন স্তব্ধ ছিল। কিন্তু বুধবার থেকে কাঞ্চনপুর নেতাজি ক্রিড়া ক্লাবের মঞ্চ শুরু হলো নাগরিক সুরক্ষা মঞ্চ ও জম্পুই এর মিজো কনভেনশনের যৌথ মঞ্চের আমরণ অনশন। এই অনশন থেকে আবারো তারা উদ্বাস্তু ব্রু শরণার্থীদের  স্ব-ভূমি মিজোরামে ফেরত পাঠানোর দাবি তুলল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu