Panasonic Eluga 17 স্মার্ট ফোনের বৈশিষ্ট্য গুলি কি যা রাজ্য সরকার পোশন অভিজানের জন্য ব্যবহার করছে



সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিবেদন, ৮মে : পোশন অভিজান রুপায়াণের জন্য রাজ্য সরকার Panasonic Eluga 17 (এন্টারপ্রাইজ এডিশন) স্মার্ট ফোন ক্রয় করেছে। রাজ্য সরকার এক স্পষ্টীকরণে জানিয়ে এই মোবাইলের বাজার মূল্য ৯৯৫০ টাকা। কিন্তু GeM পোর্টালে অনলাইন দরপত্রের মাধ্যমে স্মার্ট ফোন গুলি ক্রয় করা হয়েছে এবং তাতে প্রতিটির ক্রয়মূল্য পরেছে ৭৭৫০ টাকা করে। এর ফলে রাজ্য সরকারের কোষাগারে ২.৩৬ কোটি টাকা সাশ্রয় হয়েছে।


এই এবার দেখে নেওয়া যাক তার বিশেষ দিখ গুলি। এটির সাইজ ৭০.৯ x ১৪৮.৮ x ৯.২৫ মিমি, ওজন ১৬৮ গ্রাম, সিপিইউ ARM Cortex A58 1500 MHz Core 4, র‍্যাম ২ জিবি 667 MHz, ১৬ জিবি স্টোরেজ, ব্যটারি ৪০০০ mAH, OS এন্ড্র্যেড ৯.০ Pie, ক্যামেরা ৩২৬৪ x ২৪৪৮ পিক্সেল ৩০ এফপিস।

এখানে উল্লেখ্য যে পোশন অভিজান রুপায়াণের জন্য আসাম ও গুজরাট সরকার একই মডেলের অর্থাৎ Panasonic Eluga 17 (এন্টারপ্রাইজ এডিশন) স্মার্ট ফোন ক্রয় করেছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu