সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৭ মে : রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সোশ্যাল মিডিয়া আপডেটের মাধ্যমে জানালেন রাজ্যে আরও ২৪ জন নতুন কোরনা রোগীর কথা। এবারের এই নতুন পোজেটিভ রোগী ধরা পরল বিএসএফের ৮৬ বেটেলিয়ানে। এই ২৪ জন নিয়ে রাজ্যে মোট কোরনা রোগীর সংখ্যা গিয়ে দাড়াল ৮৮ জন। তাদের মধ্যে ২ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যদিও সিভিল নাগরিকদের মধ্যে কোন কোরনা পজেটিভ পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ