অখন্ড বিকাশ পরিষদ ও হরেকৃষ্ণ মুভমেন্টের উদ্যোগে ভবঘুরেদের খাবারের ব্যবস্থা - Sabuj Tripura News


 

সবুজ ত্রিপুরা

৩০ মে, ২০২০

 

নিজেস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগরের অখন্ড বিকাশ পরিষদ শহরের বিভিন্ন দিকের ভারসাম্যহীন ভবঘুরেদের  সাহায্যে বিভিন্ন কর্মসূচি করে চলেছে বহুদিন ধরে। পূর্বেও তারা ধর্মনগরের বিভিন্ন ভারসাম্যহীন ভবঘুরেদের একত্রিত করে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে নতুন কাপড় জামা পরিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিল। ঠিক সেই ভাবে গতকাল শুক্রবার থেকে ধর্মনগর শহরের চারিদিকে ভারসাম্যহীন ভবঘুরেদের কথা চিন্তা করেই প্রতিদিন তাদের মুখে খাবার তুলে দিতে নতুন পরিকল্পনা নিয়ে রাস্তায় নামল অখন্ড বিকাশ পরিষদ। 

আরও পড়ুন : জামাইয়ের পাতে ইলিশ মাছ ছাড়া যেন অপূর্ণ ষষ্ঠী


জানা গেছে এখন থেকে প্রতিদিন অখন্ড বিকাশ পরিষদের উদ্যোগে এবং হরেকৃষ্ণ মুভমেন্ট এর সহযোগিতায় শহরের আশেপাশের প্রত্যেক ভারসাম্যহীন ভবঘুরের মুখে পেকেটিং খাবার তুলে দেওয়া হবে। পাশাপাশি তারা আরো জানিয়েছেন যুবরাজ নগর ব্লক এর আওতাধীন একটি নির্দিষ্ট জায়গায় আগামী দিনে শহরের ভারসাম্যহীন ভবঘুরেদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ রয়েছে। ভারসাম্যহীন দের জন্য প্রতিনিয়ত ও তাদের এমন উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুন : হোম কোয়ারেন্টিন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মুখ্যমন্ত্রী


ছবিঃস্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu