শিল্পী হিসেবেই মৃৎ শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের পাশে দাঁড়ালো ধর্মনগরের "কলাঙ্গন" সাংস্কৃতিক প্রতিষ্ঠান - Sabuj Tripura News

শিল্পী হিসেবেই মৃৎ শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের পাশে দাঁড়ালো ধর্মনগরের "কলাঙ্গন" সাংস্কৃতিক প্রতিষ্ঠান

 

সবুজ ত্রিপুরা

৩০ মে, ২০২০

 

নিজেস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ করোনা মোকাবিলায় বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজিক দূরত্ব বজায় রাখার সাথে সাথে মাস্ক ব্যবহার করা। কেননা মাস্ক ব্যবহারে আমরা করোনার পাশাপাশি বিভিন্ন রকমের জীবাণুর আক্রমনের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। ইতিমধ্যে সরকারি উদ্যোগেও করোনা সংক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করতে মাস্ক ব্যবহারে উদ্যোগি হতে জনগনদের বার বার সচেতন করা হচ্ছে। 




তাই গত কাল শুক্রবার ধর্মনগরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান "কলাঙ্গন" এর উদ্যোগে ধর্মনগরের মৃৎ শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। কলাঙ্গন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অধ্যক্ষা অনিন্দিতা দাস জানিয়েছেন, বর্তমানে দেশের এই অতিমারির সময়ে শিল্পী হিসেবে শিল্পীর পাশে দাঁড়ানোটাই তাদের কর্তব্য। তাই তাদের কলাঙ্গন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে মৃৎ শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের মধ্যে মাস্ক বিতরণ। তারাযেন কাজের সময় এই মাস্ক ব্যবহারের মধ্যদিয়ে কাজ করে নিজেদের করোনা মুক্ত রাখতে পারে।

আরও পড়ুন : হোম কোয়ারেন্টিন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মুখ্যমন্ত্রী


ছবিঃস্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu