মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব চুড়াইবাড়ি স্টেট ব্যাংক পরিদর্শনে - Sabuj Tripura News



সবুজ ত্রিপুরা
২৯ মে, ২০২০
শুক্রবার


চুড়াইবাড়ি প্রতিনিধি: "পূর্বদোয়" এনজিওর সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এইচ আর কে নিয়ে আজ রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি স্টেট ব্যাংকের শাখা পরিদর্শনে আসেন। এসে এখানকার কর্মচারীদের সাথে কথা বলেন। উনার সাথেছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার উপাধক্ষ্য বিশ্ব বন্ধু সেন।  মুখ্যমন্ত্রী জায়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে আমজনতার খোঁজ খবর নিতে। 


মুখ্যমন্ত্রী জায়া এক বক্তব্যে বলেন ব্যাংক কর্মীরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারীর সময় বিরামহীন ভাবে কাজ করছেন সাধারণ জনগণকে পরিষেবা দেওয়ার জন্য। সুতরাং COVID-19 করোনা ভাইরাসের  সঙ্কটের সময় ব্যাংক কর্মীদের কি অসুবিধা হচ্ছে তার খোঁজখবর নিতে তিনি এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী জায়া। উত্তর জেলায় প্রায় প্রতিটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় তিনি যান। গ্লাভস, মাস্ক্ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন কর্মীদের মধ্যে। পাশাপাশি চুড়াইবাড়িতে প্রভাত রঞ্জন আটস স্কুল ও সেবক সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে নীতি দেব ও বিশ্ব বন্ধু সেনকে সংবর্ধনাও প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব এই প্রথমবার চুড়াইবাড়িতে আসলেন।


ছবিঃ কিশোর রঞ্জন হোড়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu