বিশেষ প্রতিবেদন: লকডাউনের জেরে মুখ থুবড়ে পরেছে নতুন গাড়ির বিক্রি। যদিও লকডাউনের আগে থেকেই গোটা দেশের নতুন গাড়ি বিক্রির ব্যবসাতে মন্দা চলছিলো। কিন্তু লকডাউনের ফলে বিশাল ক্ষতির সম্মুখে দেশে গাড়ির কারবার।
দেশের সাথে সাথে উত্তর জেলার ধর্মনগরেও নতুন গাড়ি ও বাইক বিক্রিতেও চলছে ভাটারটান। জানিয়েছেন ধর্মনগরের বিভিন্ন গাড়ি ও বাইক ব্যবসায়ীরা। দীর্ঘ প্রায় দু-আড়াই মাস যাবত ধর্মনগরের বিভিন্ন গাড়ি ও বাইক শোরুমের ব্যাবসা তলানিতে। এর মধ্যে বর্তমানে লকডাউনে সরকার কিছুটা ছাড়দিলেও বাইরে থেকে আসছেনা গাড়ি ও বাইকের ক্রেতারা ফলে বাইক ও গাড়ির বিক্রি যেমন বন্ধ তেমনি সার্ভিসিং এর নেই ব্যবসা। সব দিক থেকেই চরম হতাশায় ধর্মনগর সহ গোটা জেলার বাইক ও গাড়ির ব্যবসায়ীরা। ধর্মনগরে রয়েছে মারুতি,হোন্ডাই,গাড়ির শরুম রয়েছে হিরো,ইয়ামহা ,বাজাজ ও বিভিন্ন বাইক এর শোরুম তাছাড়া এই বিজনেস এর সাথে জরিয়ে আছে ইনসিওরেন্স ও মোটর পার্টস এর বিজনেস যার ফলে লকডাউনের জেরে মুখ থুবড়ে পরেছে একটি বিরাট অংশের মানুষের জীবন জীবিকার উৎস।
0 মন্তব্যসমূহ