জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা,
২৮ মে, ২০২০
বৃহস্পতিবার
নিজেস্ব প্রতিনিধি: ধর্মনগরের জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থা লকডাউনের এই সংকটময় পরিস্থিতিতে প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িছে। সুধু সাধারণ মানুষই না। তারা তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে পথ পশুদেরও মুখেও খাবার তুলে দিয়েছে বহুদিন। কিন্তু এবার এই জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থা রক্ত দানের মত মহতী উদ্যোগ নিয়ে এগিয়ে এলো বৃহস্পতিবার।
বর্তমানে রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের চরম সংকট দেখা দিয়েছে। এরি মধ্যে বৃহস্পতিবার ধর্মনগর রাজবাড়ীএলাকায় জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থার এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়েছেন ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশন সম্পাদক জহর চক্রবর্তী ।
ছবিঃ স্বরূপ ঘোষ
কোন মন্তব্য নেই