গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত তিন - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
২৬ মে, ২০২০

বক্সনগর প্রতিনিধি: লকডাউন অবস্থায়ও থেমে নেই সড়ক দুর্ঘটনা। আজ মঙ্গলবার দুপুর ২টা নাগাদ সোনামুড়া থানার অন্তর্গত এনসিনগর উওর পাড়া  মসজিদ সংলগ্ন এলাকায় গাড়ি এবং বাইকের  মুখোমুখি সংঘর্ষ তিন জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হন সবুজ মিয়া নামের একুশ বছর বয়সী  এক তরুন, যার বাড়ি মতিনগরে। 

ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থেকে আসা TR01-TC6697  একটি বাইক এবং অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি যার নম্বর TR01 BH0605 হাসপাতালে যাওয়ার সময় এনসিনগর মসজিদ সংলগ্ন এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। বাইক চালক  সবুজ মিয়া গুরুতর আহত হলে তাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। যদিও গাড়ি তে থাকা যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষয় ক্ষতি হয়নি।


ছবিঃ আবু কাউছার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu