সবুজ ত্রিপুরা,
২৭ মে, ২০২০
নিজেস্ব প্রতিনিধি: রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রাজ্যে থেকে একের পর এক ট্রেন ছুটছে বহিরাজ্যে।বিহার, উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট গন্তব্য স্থলে ছুটছে ট্রেন। আগরতলা ও বিলোনিয়ার পর এবার ধর্মনগর থেকে মঙ্গলবার ট্রেন ছুটল বিহারের উদ্দেশ্যে ।
ধর্মনগর স্টেশন থেকে বিহারের উদ্দেশ্যে ৩৫৩ জন শ্রমিক রওনা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই ধর্মনগর রেলস্টেশনে হাজির ছিল পরিযায়ী শ্রমিকরা। তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ট্রেনে উঠানো হয়। তবে বহুদিন পর তারা বাড়ি ফেরার সুযোগ পেয়ে মঙ্গলবার ধর্মনগর রেল স্টেশনে তাদের মুখে বেশ আনন্দ লক্ষ্য করা যায় । তবে আনন্দের সাথে ছিল কিছুটা ক্ষোভ। বিগত প্রায় দু-আড়াই মাস যাবত কোন উপার্জন ছাড়াই তারা এখানে কাটিয়েছেন। ফলে পকেটের টাকা প্রায় শেষ। তাদের দাবি আরো আগেই বাড়ি ফেরার সুযোগ করে দিলে ভালো হত।
0 মন্তব্যসমূহ