দুর্যোগ মােকাবিলা নিয়ে খােয়াইয়ে বৈঠক অনুষ্ঠিত - Sabuj Tripura News
২৭ মে, ২০২০
সংবাদ মাধ্যম: খোয়াই মহকুমা ভিত্তিক দুর্যোগ মোকাবিলা কমিটির এক পর্যালোচনা সভা গতকাল খােয়াই মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহকুমা শাসক অমিত কুমার দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক পার্থ দাস এবং ডি সি এম স্বপ্নজিৎ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই মহকুমার অন্তর্গত তুলাশিখার, খোয়াই, পদ্মবিল রক এলাকার পূর্ত, পানীয় জল সম্পদ বিকাশ, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য এবং আরক্ষা দপ্তরের আধিকারিক গণ।
সভায় উপস্থিত আধিকারিক গণ সম্ভাব্য দুর্যোগের সময় দুর্গতদের ত্রাণ এবং উদ্ধার কিভাবে করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সম্ভাব্য বন্যায় দুর্গতদের উদ্ধার এবং তাদের জন্য আশ্রয়স্থল, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের পরিষেবা, স্বাস্থ্য পরীক্ষা সহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলােচনা করেন মহকুমা শাসক অসিত কুমার দাস। মহকুমা শাসক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের যেকোন দুর্যোগ মােকাবিলায় মহকুমা প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার জন্য অনুরোধ জানান।
কোন মন্তব্য নেই