সবুজ ত্রিপুরা,
২৬ মে, ২০২০
তেলিয়ামুড়া প্রতিনিধি: বর্তমানে চলছে বিশ্ব করোনা মহামারীর লকডাউন এর চতুর্থ পর্ব। সেই সাথে অব্যাহত রয়েছে কাজকর্মহীন শ্রমজীবী মানুষের অভাব অনটন। আজ তেলিয়ামুড়া সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে গামাইবারি এলাকার শ্রমজীবী অংশের ৭৫ পরিবার মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে সিপিআইএমের নেতৃত্ব ও কর্মীসমর্থকরা।
এই ত্রাণ সামগ্রী বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গৌরী দাস সহ সিপিআইএম অঞ্চল কমিটির অন্যান্য নেতৃত্বরা। ত্রাণ সামগ্রী বন্টন করতে গিয়ে প্রাক্তন বাম বিধায়িকা গৌরী দাস বলেন করোনা মহামারির প্রথম দিন থেকে সিপিআইএমের কর্মী-সমর্থকরা সারা রাজ্যে ত্রাণ সামগ্রী বিলি করে আসছে। আজও তেলিয়ামুড়া শ্রমজীবী কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম দল। আগামী দিনেও কঠিন পরিস্থিতির মোকাবেলায় শ্রমজিবি অংশের মানুষের পাশে থাকবে এই দল।
এই ত্রাণ সামগ্রী বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গৌরী দাস সহ সিপিআইএম অঞ্চল কমিটির অন্যান্য নেতৃত্বরা। ত্রাণ সামগ্রী বন্টন করতে গিয়ে প্রাক্তন বাম বিধায়িকা গৌরী দাস বলেন করোনা মহামারির প্রথম দিন থেকে সিপিআইএমের কর্মী-সমর্থকরা সারা রাজ্যে ত্রাণ সামগ্রী বিলি করে আসছে। আজও তেলিয়ামুড়া শ্রমজীবী কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম দল। আগামী দিনেও কঠিন পরিস্থিতির মোকাবেলায় শ্রমজিবি অংশের মানুষের পাশে থাকবে এই দল।
0 মন্তব্যসমূহ