আমবাসার করোনা আক্রান্ত ১৪ জন বিএসএফ জাওয়ান সুস্থ, তাদের ছুটি মিলল বুধবার রাতে



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১8মে: রাজ্যে এবার কিছুটা স্বস্তি ফিরে এলো। বিগত প্রায় ১০টি দিন রাজ্যে করোনা COVID-19 আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২ থেকে একেবারে ১৫৫ তে পৌঁছে এবার আবার কমতে শুরু করলো। যদিও মঙ্গলবার রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন আমবাসার ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের প্রথম করোনা আক্রান্ত দুই বিএসএফ সুস্থের পথে। বুধবার রাতে সাংবাদিক সম্মেলন করে জানালেন আমবাসার ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের প্রথম করোনা আক্রান্ত দুই জন পর পরবর্তীতে আক্রান্ত আরো ১২ জনকে অর্থাৎ মোট ১৪ জন বর্তমানে সম্পূর্ণ সুস্থ । 

তাদেরকে বুধবার রাতে জিবি হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তারা বর্তমানে তাদের বিএসএফ ব্যাটেলিয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। বুধবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে রাজ্যে করোনায় আক্রান্ত মোট ১৫৫ জনের মধ্যে প্রথম ১৪ জন বিএসএফ জাওয়ান সুস্থ হয়ে উঠেছেন । বাকিরাও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে উনি আশা প্রকাশ  করেছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu