১১৬০ যাত্রী নিয়ে ব্যাঙ্গালোর থেকে রাজ্যে এসে পৌছূলো "শ্রমিক স্পেশাল ট্রেন"

সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৪মে : বহিঃরাজ্যে আটকে পরা ত্রিপুরার প্রায় ৪১ হাজারের চেয়েও বেশি মানুষ রাজ্য সরকার ঘোষিত ওয়েব পোর্টালে নাম নথিভুক্ত করেছেন রাজ্যে ফেরার জন্য। রাজ্য সরকার রেলওয়ে দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সকলকেই অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যে ফেরানোর উদ্যোগ নিচ্ছে। জানা গেছে  ইতিমধ্যে কর্নাটকে সবচাইতে বেশি লোক আটকে রয়েছে। ফলে প্রথম অবস্থায় লক ডাউনে কর্নাটকে আটকে পরা ১১৬০ জন যাত্রীকে  ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে আগরতলায় সুরক্ষিত ভাবে নিয়ে পৌঁছালো "শ্রমিক স্পেশাল ট্রেন" বুধবার বিকেল ৫:১০ মিঃ। 


তাদের প্রত্যেককে স্ক্রিনিং করা হয়েছে এবং রেনডমলি সোয়েব সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। রাতেই আগরতলা থেকে সড়কপথেই তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য মোটরযানের ব্যাবস্থা করা হয়েছে। তবে লকডাউনের সময় পরিবার পরিজনদের কাছে আসতে পেরে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu