রাজ্যে ফিরতে ইসু হচ্ছে আন্তঃ রাজ্য পাস, হট স্পট এলাকা থেকে আসলে ফেসিলিটি কোয়ারেন্টাইন


সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ২মে : রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলন করে জানালেন লকডাউনের পর থেকে এখন পর্যন্ত বহিরাজ্য থেকে ত্রিপুরায় এসেছেন মোট ৪০১ জন। এদের মধ্যে ২৮৬ জন রয়েছে ড্রাইভার ২৫ জন রোগী ও ৯০ জন ছিলেন যারা বিভিন্ন কাজে গিয়ে বহি রাজ্যে আটকে পরেছিলেন। এর মধ্যে আবার ১১ জন রয়েছেন যারা হট স্পট এলাকা থেকে এসেছেন । তাদের ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । তিনি জানিয়েছেন উত্তর জেলার বিভিন্ন স্থানে মোট ৬৩৬ জনকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখার মত ব্যাবস্থা করা হয়েছে। বর্তমানে সমগ্র রাজ্যে মোট ১১৫ জন রয়েছেন ফেসিলিটি কোয়ারেন্টাইনে । ৩৬২ রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এখন পর্যন্ত সেম্পল সংগ্রহ করা  ৪৯৬৫ টি সেম্পলের মধ্যে  টেস্ট করা হয়েছে ৪৪৩৮ টি। 
এছাড়াও করোনা মোকাবিলায় আগরতলায় যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে বহিরাজ্য থেকে রাজ্যে ফেরার জন্য এখন পর্যন্ত আন্তঃ রাজ্য পাশের জন্য দরখাস্ত জমা পরেছে ৪২৭০ জনের। এর মধ্যে পাশ ইসু হয়ে ১৩০ জন কোটা থেকে এবং ৪৮ জন আগ্রা থেকে রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগরতলার কন্ট্রোল রুম আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিলেন প্রায়  ৬ হাজার জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪৩৪৭ জনকে ১ কোটি ৫৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu