এমবিবি বিশ্ব বিদ্যালয়ে শুরু হচ্ছে স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা কোর্স এবং জব ওরিয়েন্টেড কোর্স



সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ২মে : বর্তমানে ত্রিপুরা করোনা শূন্য। যে দুজনের করোনা পজেটিভ ছিল তাদেরো বর্তমানে করোনা নেগেটিভ । কেন্দ্রীয় সরকারের ঘোষনা অনুযায়ী ত্রিপুরার ৮ টি জেলার মধ্যে উত্তর জেলা ও গোমতী জেলা রয়েছে কমলা জোনে আর বাকি ৬টি জেলা রয়েছে সবুজ জোনে। এভাবেই যদি ত্রিপুরা করোনা মুক্ত থাকে তবে আগামী জুন মাস থেকেই রাজ্যের প্রতিটি কলেজেই পুরোদমে শুরু হবে পঠনপাঠন। 
আর জুলাই মাসেই হবে ২য় সেমিস্টার ৪র্থ সেমিস্টার ও ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। জুলাই মাসেই হবে ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল পরীক্ষাও জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যের এমবিবি বিশ্ব বিদ্যালয়ে শুরু হতে চলেছে জব ওরিয়েন্টেড কোর্স। স্প্যানিশ ভাষার উপর ডিপ্লোমা কোর্সের চালু করার কথাও তিনি জানিয়েছেন।তাছাড়াও জিএসটি ডিপ্লোমা কোর্স রিটেল এন্ড সেলস ম্যানেজমেন্ট এবং ইনসিওরেন্স রিস্ক ম্যানেজমেন্ট কোর্স । মূলত যেসব কোর্স সেরে বের হলেই চাকুরির সম্ভাবনা রয়েছে সে সব বিষয়ের ইউনিভার্সিটিতে ডিপ্লোমা কোর্স শুরু হতে চলেছে।  




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu