লকডাউন চলবে ৩১মে পর্যন্ত, থাকছে রাত্রিকালিন কারফিউ, কিছু ক্ষেত্রে দেওয়া হল ছাড়



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৭মে:  কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক লকডাউন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল ।বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানান হয়েছে সারা দেশে আগামী ৩১মে, ২০২০ পর্যন্ত লকডাউন থাকছে। 


এই নতুন বিজ্ঞপ্তিতে মূলত যা যা বন্ধ থাকছে তা হল দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল, মেট্রো রেল, স্কুল, কলেজ, কোচিং সেন্টার, হোটেল, রেস্টোরেন্ট, সিনেমা হল, সোপিং মল, জিম, সুমিং পোল, মানুষ একত্রি করনের হল, বার, রাজনৈতিক একত্রিকরন, ধর্মীয় একত্রিকরন,  ধর্মীয় স্থান ইত্যাদি।  

কিন্তু মেডিকেল, নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রয়োজনে বিমান চলাচল করতে পারবে। অনলাইন শিক্ষা আরও বাড়াতে উৎসাহিত করা হচ্ছে। রেস্টোরেন্টের রান্নাঘর খোলা যাবে হোম ডেলিভারি সার্ভিস প্রদান করার জন্য। দর্শক ছাড়া খেলার স্থান খোলা যাবে।

সিআরপিসি এর ১৪৪ ধারা অনুসারে রাত্রিকালিন কারফিউ থাকছে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত। বিস্তারির নোটিশ পাওয়া যাবেকেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েব সাইটে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu