কিষান মোর্চার উদ্যোগে গরীব ৬৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


সবুজ ত্রিপুরা
২১ মে, ২০২০

ধর্মনগর প্রতিনিধি : ভারতীয় জনতা পার্টির কৃষক সংগঠন কিষান মোর্চার উত্তর জেলা কমিটি ও  ধর্মনগর কিষান মোর্চা মন্ডলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে  ধর্মনগর পদ্মপুর স্থিত বিজেপি উত্তর জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে গরীব দুঃস্থ  ৬৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। তিনি বলেন গোটা রাজ্যের কিষান মোর্চার সদস্যদের আর্থিক সহযোগিতায় খাদ্যসামগ্রী ক্রয় করে গোটা রাজ্যের প্রায় ২৫ হাজার পরিবারের হাতে তুলে দেওয়ার কর্মসূচি চলছে। 


আরও পড়ুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই এই বৃদ্ধি,  কেভিআইসি এর চেয়ারম্যান


বৃহস্পতিবার সকালে বাগবাসা মন্ডলে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় তারপর ধর্মনগর জেলা কার্যালয়ে এবং বিকেলে যুবরাজ নগর মন্ডলের বৈঠাংবাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা কার্যালয়ের বিতরনি অনুষ্ঠানে জহর সাহার সাথেও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,বিজেপি উত্তর জেলা সভানেত্রী মলিণা দেবনাথ, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী।

আরও পড়ুন: অনলাইন জালিয়াতির মামলা বৃদ্ধি পাওয়ায়, কি ভাবে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রখবেন পরামর্শ দিল গুগল


ছবিঃ স্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu