Ad Code

Responsive Advertisement

সিআইটিইউ - ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ


সবুজ ত্রিপুরা
২১ মে, ২০২০

ধর্মনগর প্রতিনিধি : দেশে চলছে চতুর্থ পর্যায়ের লকডাউন। ফলে বহু নিম্নবিত্ত পরিবার আর্থিক অনটনে শিকার হয়ে উঠেছেন।বৃহস্পতিবার সিআইটিইউ - ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে চা-শ্রমিক, তাঁত-শ্রমিক, গৃহ- পরিচারিকা সহ মোট ৬৮টি  পরিবারের হাতে  নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সিআইটিইউ-ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী দিনেও এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।


বৃহস্পতিবারের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে ধর্মনগরের সিপিআই(এম) উত্তর  জেলা কার্যালয়ে উপস্থিত ছিল সিপাআইএম জেলা সম্পাদক তথা সিআইটিইউ এর নেতৃত্ব অমিতাভ দত্ত।ছিলেন সিআইটিও নেতৃত্ব রতন রায় শক্তি ভট্টাচার্য প্রমুখ।


ছবিঃ স্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য

Close Menu