সবুজ ত্রিপুরা,
২১ মে, ২০২০
ধর্মনগর প্রতিনিধি : বৃহস্পতিবার ২১ মে ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ২৯ তম প্রয়ান দিবস। গোটা দেশের সাথে সাথে ধর্মনগরেও কংগ্রেসের উদ্যোগে লকডাউনের মধ্যে সংক্ষিপ্ত ভাবেই সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হল এই দিনটি।
বৃহস্পতিবার সকালে ধর্মনগর কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বরা এসে সংগঠনের পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে। তার পর উত্তর জেলার যুব সংগ্রেসের উদ্যোগে বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রায় ৭৬টি দরিদ্র পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এই আর্থিক সাহায্য প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরজেলার যুব কংগ্রেসের সভাপতি নিরুপম দে। এছাড়াও বৃহস্পতিবার সকালে কংগ্রেস ভবনের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব কেবল নন্দী, পরিমল চক্রবর্তী, প্রমুখ ।
ছবিঃ স্বরূপ ঘোষ
0 মন্তব্যসমূহ