সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি,১৬এপ্রিল : এখন থেকে রাজ্যে সরকারি অফিস এবং
অন্যান্য স্থানে মুখে মাস্ক পড়া বাধ্যতা মূলক করা হয়েছে । এ ব্যাপারে রাজ্যের
মূখসচিব কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । গত কাল সচিবালয়ে প্রেস
কনফারেনস হলে আয়োজিত সাংবাদিক
সন্মেলনে সাধারণ প্রশাসনের সচিব টি কে চাকমা এই সংবাদ জানান।
তিনি আরও জানান রাজ্যে শুরু
থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৭৫৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এর মধ্যে ১০ হাজার
১৫৫ জনের ১৪ দিনের পর্যবেক্ষণকাল সমাপ্ত হয়েছে তাতে ৭৩৫ জনের নমুনা নেগেটিভ এসেছে
এবং ২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। সাংবাদিক সন্মলনে ডঃ দীপ কুমার দেব্বর্মন জানান
করুণা ভাইরাস আক্রান্ত রাজ্যের দ্বিতীয় রোগী বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
0 মন্তব্যসমূহ