তেলিয়ামুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ


সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ১৫ এপ্রিল : দেশব্যাপী চলা লকডাউনের দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল ১৪ এপ্রিল জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে আরও ১৯ দিনের লকডাউনের ঘোষণা করেন।



             এরই মধ্যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং সরকারী ও বেসরকারী পর্যায়ে বর্তমানে লকডাউনের ফলে বিপর্যস্ত দরিদ্র এবং অসহায় পরিবারগুলোর সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ সকালে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত শান্তিনগর শাখার উদ্যোগে প্রায় ৭০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, সয়াবিন, আলু ইত্যাদি বন্টন করেন।

তেলিয়ামুড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ। ছবি : শিবজ্যোতি মল্লিক।

          এই ত্রাণ বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক শ্রী সুবীর সেন, সিপিআইএম অঞ্চল নেতৃত্ব শ্রী অশোক সেন, শ্রী তপন পাল সহ আরো অনেকে।




                সাংবাদিকদের  সাথে মুখোমুখি কথাবার্তায় শ্রী তপন পাল জানান, শুধুমাত্র ত্রাণ বিলিই নয়, বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ থেকে সমাজকে কিভাবে মুক্ত রাখার কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত পরামর্শগুলো নিয়ে সচেতনতামূলক আলোচনাও তারা করবেন। আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা জারি থাকবে বলে জানান নেতৃত্ব তপন পাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu