পথচারীদের জন্য জলখাবারের ব্যবস্থা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর ত্রিপুরার স্বয়ংসেবকরা






সবুজ ত্রিপুরাবিশেষ প্রতিনিধি, ০৪ এপ্রিলঃ করোনা মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে । বিভন্ন সামজিক, ধার্মিক সংঘটন সেবা কাজের মধ্য দিয়ে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে । ঠিক সেই সময় সেবা কাজের এক বিশেষ ভূমিকায় দেখা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক স্বয়ংসেবক কে,  সংঘের ধর্মনগর বিভাগের বিভাগ কার্যালয়ের সামনে। খবর সংগ্রহ করতে গিয়ে জানা যায় গত ২৫শে মার্চ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাস্তায় চলাচলকারী মানুষদের মাঝে চিড়া, গুড় এবং জল খাবার ব্যবস্থা উনারা করে আসছেন। আর এই কাজ দায়িত্বের সহিত যারা পালন করে আসছেন উনারা হলেন কার্যালয়ে থাকা বিদ্যার্থী । উনারা পালা করে একজন একজন করে এই কাজ করে আসছেন ।


এক বিদ্যার্থীর কাছ থেকে জানা যায় প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন পথচারী জলখাবার গ্রহণ করছেন । স্থানীয় স্বয়ংসেবকরা উনাদের এই  চিড়া, গুড় এবং জলের ব্যবস্থা করেন , যা বিদ্যার্থীরাই বিতরণ করে আসছেন লক ডাউনের সকল নিয়মাবলী মেনেই । 


যে স্থানে উনারা এই জল্খ খাবারের ব্যবস্থা করেছেন পাশেই রাখা ছিল হাত ধোয়ার জল এবং হেন্ড ওয়াশ । 




বিভিন্ন সেবা মূলক বক্তব্য কাগজে লিখে দেয়ালে উনারা লাগিয়ে রেখেছেন, যাতে অন্ন পথচারীরা প্রভাবিত হন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu