দরিদ্র ও দিব্যাঙ্গজন পরিবারদের ত্রাণ বিতরণ করলেন মিডিয়া ক্লাব কাঞ্চনপুর


সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি, ০৪ এপ্রিলকরোনা ভাইরাস আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে উত্তর জেলার কাঞ্চনপুরে আজ দরিদ্র, অন্ধ ও দিব্যাঙ্গ জন পরিবারদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক ভাইদের মিডিয়া ক্লাব কাঞ্চনপুর।


            ক্লাবের পক্ষ থেকে সদস্যরা মহকুমার আটটি গ্রামে - উরি হাম পাড়া, বৈদ্যপাড়া, মিত্রজয় পাড়া, জমা রায় পাড়া, শুক্রমণি পাড়া,  ব্রু পাড়া, সুভাষ নগর, দাসপাড়া, পূর্ব শান্তিপুর ও গোপালপুরে যান। এই গ্রামগুলোতে ১০৫টি চাকমা পরিবার ,  ১৩০টি রিয়াং  পরিবার ও ৯০টি বাঙালি পরিবার মিলিয়ে মোট ৩২৫টি দরিদ্র পরিবারের বসবাস।



              আজ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি পরিবার পিছু ৫ কিলো চাল, দু'টি করে মুখে লাগানোর জন্য মাস্ক, একটি করে লাইফবয় সাবান ও এক প্যাকেট সয়াবিন বিতরণ করা হয়।



              এই সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মিডিয়া ক্লাবের সভাপতি  শ্রী বীভৎস নন্দ দাসগুপ্ত, সহ-সভাপতি শ্রী রূপঙ্কর মগ, সহ-সম্পাদক শ্রী প্রিয়ঙ্কর নাথ, শ্রী অমৃত পাল, শ্রী হিরেন্দ্র রিয়াং, শ্রী  রমেন্দ্র দেববর্মা প্রমুখ। আগামী দিনেও মিডিয়া ক্লাবের সাংবাদিক ভাইয়েরা এভাবে এগিয়ে এসে সহায়তার অঙ্গীকার করেছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu