কাঞ্চনপুর বিজেপি মন্ডল নেতৃত্তের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ





সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর প্রতিনিধি২২ এপ্রিল : উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অধীনে ভারতীয় জনতা পার্টির অন্তর্ভুক্ত কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে, কাঞ্চনপুরের ডাইছড়া এডিসি ভিলেজ এর অন্তর্গত রামচরণ স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 




      খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ভারতীয় জনতা পার্টির মণ্ডলের মন্ডল সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক তাপসেন্দু নাথ সহ আরও অন্যান্যরা।

খবরের সন্ধানে জানা যায় য়ে, এখন পর্যন্ত প্রায় এক হাজার পরিবারকে দৈনন্দিন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারা। তাদের মধ্যে থেকে অরুণ চন্দ্র নাথ মহাশয়ের সাক্ষাৎকার নিলে উনি কি কি বলেন শুনে নিন একটুখানি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu