সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ২২ এপ্রিল : বর্তমানে সমগ্র দেশ ও রাজ্যজুড়ে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে । এই সময়-কালের কথা উপলব্ধি করে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, প্রশাসনের, পাশাপাশি বিরোধী কংগ্রেস দলের কর্মীরাও দীন দরিদ্রদের প্রতি সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ।
ত্রাণ সামগ্রী বন্টনের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ তথা বুধবার প্রথমে রাঙ্খল পাড়ার সুর্দুকরকরী এলাকার ১০০ টি দুঃস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন, শুকনোমাছ, বিতরণ করেন । পরে একই দিনে দুপুর ৩ টা নাগাদ ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪১ এবং ৪২ নং বুথ কংগ্রেসের উদ্যোগে শান্তিনগর গ্রামের ১২৭ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করে দেন ।
0 মন্তব্যসমূহ