উত্তর জেলার চুরাইবাড়িতে গরিব পরিবারদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ





সবুজ ত্রিপুরা, কিশোর রঞ্জন হোড়, চুরাইবাড়ি প্রতিনিধি, ২২ এপ্রিল : COVID-19 করোনা ভাইরাসের আতঙ্কে লকডাউন চলাকালীন সময়ে আজ গরিব পরিবারদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক। উনার ব্যক্তিগত উদ্যোগে আজ চুড়াইবাড়ি এলাকার গরিব অংশের প্রায় ৪০০ পরিবারদের মধ্য চাল, ডাল ,সোয়াবিন,তেল, আলু ,সাবান, পিয়াজ ও লবণ বিতরণ করেন। পাশাপাশি আরও ৫০ টি পরিবারের মধ্যে ৪০০ টাকা করে সাহায্য করেন। আজকের খাদ্য সামগ্রী বিতরণ সম্পূন্ন সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয়। পাশাপাশি আজকের নিত্য খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে খোদ চুরাইবারি থানার ওসি জয়ন্ত দাস সরজমিন দাঁড়িয়ে উনার হাত দিয়ে শ্রমজীবী গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।






        এদিকে আজকেরিব  গরীব-দুঃখীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মূল উদ্যোক্তা তথা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক জানান, উনার বাবার আদেশ অনুসারে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। করুণা ভাইরাসের যখন গোটা পৃথিবী আক্রান্ত, আর সেই সময় দেশজুড়ে চলছে লকডাউন। আর লকডাউনের ফলে শ্রমজীবী অংশের সাধারণ জনগণ কর্মহীন হয়ে চরম সংকটে দিন যাপন করছেন। তাই উনার সাধ্যমত নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী চুড়াইবাড়ি এলাকার প্রায় ৪০০ পরিবার গরিব দুস্থদের মধ্যে বিতরণ করেন। 




           আব্দুল মালিক আরো বলেন, আজকের এই খাদ্য বিতরণ কোন প্রচারের জন্য নয়, শুধুমাত্র গরীবের পাশে দাঁড়ানো এবং অন্যরাও যাতে নিজ নিজ সাধ্য মত গরিব মানুষদের পাশে দাঁড়ান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu