লক ডাউন পালনে আরো কঠোর হতে চলছে রাজ্যে পুলিশ




সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি, ২৩ এপ্রিল :  লকডাউন এর ফলে যদিও ত্রিপুরা  করোনা প্রভাব থেকে অনেকটাই মুক্ত।  তথাপি রাজ্য সরকার সাধারণ জনগণকে লকডউনের সরকারি আদেশ মেনে চলার জন্য বারবার অনুরোধ করে চলেছেন। 






এদিকে রাজ্যে লক ডাউনে বেশ কিছু সরকারি আদেশে পরিবর্তন আনা হয়েছে। যেমন ইতিমধ্যে জানানো হয়েছে বই এর দোকান, ইলেকট্রনিক ফেনের দোকান, ফরেস্ট ও এগ্রিকালচারাল সম্পর্ক যুক্ত বেশ কিছু দোকান খোলার আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানা গেছে আজ তথা বৃহস্পতিবার থেকে আরো বেশ কিছু সরকারি বিধি নিষেধ সরকারি ভাবে জানানো হবে। তবে বেশ কিছু জনগন সরকারি নির্দেশকে অমান্য করে লকডাউনের মধ্যেই অকারণে ঘোরাফেরা করছেন। তাই লকডাউনকে সার্থক করে তুলতে ত্রিপুরা পুলিশ কঠোর ভূমিকা পালন করতে চলছে। 



এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার রাজ্যের চিফ সেক্রেটারিকে আদেশ দিয়েছেন প্রয়োজনে রাজ্যের ডিজিপির সাথে কথা বলে বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যের লক ডাউনের আইনি ব্যাবস্থা কঠোর করে তোলার জন্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu