মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিল পানিসাগর বাজার কমিটি


সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১৬ এপ্রিল : আজ দুপুর ০১:০০ টা নাগাদ উত্তর জেলার পানিসাগরের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করোনা মহামারীর বর্তমান দুর্যোগের মোকাবিলায় সহায়তার হাত বাড়াতে মহকুমাশাসক শ্রীমতি লালনুননেইমি ডার্লং-এর নিকট মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।


           যদিও এই ধরনের পরিকল্পনা পূর্বেই নেয়া হয়েছিল,  কিন্ত লকডাউনকে কেন্দ্র করে পানিসাগর বাজারের ছোট খাটো প্রায় দোকানপাট বন্ধ থাকায় অর্থ সংগ্রহে কিছুটা বিলম্ব ঘটে। এজন্য প্রথম দফায় লকডাউনের সময়কালীন সময়ে উক্ত সহায়তা করা সম্ভম হয়নি। তাই দ্বিতীয় দফায় লকডাউনের অন্তবর্তী সময়েই সাহায্য প্রদান করা হয়।



পানিসাগরে মহকুমাশাসকের নিকট বাজার কমিটির পক্ষ হতে ত্রাণ রাশি হস্তান্তর। ছবি : রমাকান্ত দেবনাথ।
         উক্ত আর্থিক সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন পানিসাগর বাজার কমিটির সম্পাদক শ্রী বিজিত রায়, পানিসাগর বাজার কমিটির সভাপতি শ্রী নিরঞ্জন পুরকায়স্থ, সক্রিয় সদস্য শ্রী সুব্রত দাস সহ বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সুরজমল সান্ড।

          কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি বজায় থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu