লকডাউনের ফলে বিপাকে পড়েছেন বক্সনগরের কৃষকরা, স্থানীয় প্রশাসন নির্বিকার


সবুজ ত্রিপুরা, বক্সনগর প্রতিনিধি, ১৬ এপ্রিল : রাজ্যের কৃষি মহকুমা রূপে পরিচিত সোনামুুড়া। এই মহকুমার বক্সনগর ব্লকাধীন কলমচৌড়়া কৃষি এলাকার অন্তর্গত বক্সনগর, মধ্য বক্সনগর, কলসীমুড়া, মাণিক্যনগর ইত্যাদি গ্রাম পঞ্চায়েত অঞ্চলগুলো মূলতঃ কৃষি নির্ভর। 


      দেশব্যাপী চলা লকডাউনের প্রভাব পড়েছে এই এলাকাগুলোতে, যার প্রত্যক্ষ চিত্র ধরা পড়েছে বক্সনগরে। লকডাউনের কারণে মিলছে না সার, বীজ, ঔষধ; বাজারে বিক্রি করা যাচ্ছে না ফসল, যার ফলে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। তাদের বক্তব্য, বাজারে সব্জি নিয়ে গেলে সঠিক মুল্য পাচ্ছেন না কৃষকরা। এতে তারা অত্যন্ত ক্ষুব্ধ।



    আবার লকডাউনের সুযোগ নিয়ে বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্যের দাম বৃদ্ধি করে চলেছেন এবং পরিশ্রমী কৃষকেরা এর ফলে চরম সমস্যায় পড়েছেন।  কৃষকদের কথায়, সরকার লকডাউন ঘোষণা করেছেন সবার ভালোর কথা চিন্তা করে। এই লকডাউন মেনে চললে সকলেই উপকৃত হবেন। জানা গেছে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে নি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu