সামাজিক দূরত্ব বজায়ের নির্দেশ অমান্য করে মুঙ্গিয়াকামী বাজারে বিপুল ভীড়


সবুজ ত্রিপুরা নিজস্ব প্রতিনিধি, ১৬ এপ্রিল : ঢিলেঢালা পুলিশি ব্যবস্থার সুুযোগ নিয়ে প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে অবাধে জনসমাগম হচ্ছে। ঘটনা তেলিয়ামুুড়ার মুঙ্গিয়াকামীর।



          আজ বৃহস্পতিবার সকাল থেকে মুঙ্গিয়াকামী বাজারে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভিড় পরিলক্ষিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারের নির্দেশকে কার্যত বুুড়ো আঙ্গুল দেখিয়ে লোকজন বাজারে ঘোরাঘুরি করছে। এদিকে টহলদারিতে উপস্থিত পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে।


মুঙ্গিয়াকামী বাজারে প্রচুর জনসমাগম। ছবি : সঞ্জিত দাস।
         সকাল থেকেই বাজারে উপজাতি অংশের মানুষ রাজ্য সরকারের প্রদত্ত বিভিন্ন প্যাকেজের সুবিধা নিতে। এদিনই আবার স্থানীয় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মুঙ্গিয়াকামী শাখার বাইরে দীর্ঘ সারিতে মানুষ দাঁড়িয়ে রয়েছে টাকা তোলার জন্য। কিন্তু সরকারের নির্দেশানুযায়ী ২ জন ব্যক্তির মধ্যে ১ মিটারের ব্যবধান মোটেও ছিল না।



             পুলিশ একপ্রকার ঠাঁয় দাঁড়িয়েই এসব দেখছে অথচ কোনো বাধা দিচ্ছে না। পরে সংবাদ প্রতিনিধিরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে, তাদেরকে দেখে পুলিশের হুঁশ ফেরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu