সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৭ এপ্রিল : করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে শুরু হতে যাচ্ছে কমিউনিটি টেস্টিং, গতকাল মহাকরণের এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগামী ২১ শে এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হতে যাচ্ছে এই টেস্টিং।
এছাড়া উদয়পুর এবং কাঞ্ছনপুরের সাতনালা যেখান থেকে দুই জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত করা হয়েছে সেই জায়গার এক কিমি ব্যাসার্ধের বসবাসকারী ১০ শতাংশ লোকের নমুনা পরীক্ষা করা হবে।
এছাড়া উদয়পুর এবং কাঞ্ছনপুরের সাতনালা যেখান থেকে দুই জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত করা হয়েছে সেই জায়গার এক কিমি ব্যাসার্ধের বসবাসকারী ১০ শতাংশ লোকের নমুনা পরীক্ষা করা হবে।
শিক্ষামন্ত্রী শ্রী নাথ আর জানান রাজ্যের দুই করোনা সংক্রমিত রোগীর প্রথম জনকে আগেই হাসপাতাল থেকে প্রাতিষ্ঠানিক কয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং অপর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজ্যে এখন পর্যন্ত ৭৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৭৬০ জনের নমুনা নিগেটিভ এসেছে। রাজ্যে বর্তমানে মাস্ক বা চিকিৎসা কিটের কোনও সংকট নেই।
তিনি সেই সাথে জানান স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত তথা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তাদের স্কেল অনুসারে ইনসেনটিভ দেওয়ার বিষয়ে রাজ্য সরকার চিন্তা করছেন।
0 মন্তব্যসমূহ