অপারেশন নমস্তে সম্পন্ন হল আসামের মেদলীছড়া ও ত্রিপুরার কাঞ্চনপুরে





সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ২৩ এপ্রিল বিশ্বজোরে করোনাতঙ্কের হাত থেকে পরিএান পেতে প্রশাসনিক প্রতিকুলতাকে হার মানিয়ে সমাজের প্রতিটি অংশের জনগনের ঐকান্তিক প্রচেষ্টায় সামাজিক দ্বায়িত্ব পালনে মরিয়া প্রশাসন। তবে সরকারি বেসরকারি প্রতিটি সামাজিক সংস্থার প্রতি সহযোগিতার হাত বারিয়ে দিয়েছে আধাসামরিক বাহিনীও। 


 




এই মর্মে গত মঙ্গলবার সকাল ১০ টায় আসাম রাইফেল্স ২৯ নম্বর ব্যাটালিয়ান কর্তৃক, আসামের মেদলীছড়া ও উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের আশা পাড়ায়, দুর্দশা ও বিপদগ্রস্ত হতদরিদ্র মোট ৫২৫ পরিবারের মধ্যে পুনর্ব্যবহারোপযোগী মাস্ক, খাদ্য সামগ্রী ও রান্না করা খাদ্য বিতরণ করা হয়। 






এই মাস্কগুলি তৈরি করেছেন জওয়ান তথা তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে, এই অনুষ্ঠানটি হেডকোয়ার্টার ২১ সেক্টর আসাম রাইফেল্স এবং পূর্ব IGAR এর পৃষ্ঠপোষকতায় উত্তম-উনত্রিশ ব্যাটালিয়ানের মাধ্যমে অপারেশন নমস্তের অধীন সম্পন্ন হয়েছে। 




এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজ ও দেশ সেবায় আসাম রাইফেল্সের অগ্রণী ভূমিকা পরিলক্ষিত হয়েছে।সামরিক বাহিনীর এই ধরনের শুভ উদ্যোগে সমগ্র রাজ্য জোরে স্বাধুবাদ জানিয়েছেন তথ্যবিজ্ঞ মহল।
ছবিঃ রামাকান্ত দেবনাথ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu