লেলিনের জন্মদিন উপলক্ষে ডি.ওয়াই.এফ.আই-র রক্তদান শিবির
সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২৩ এপ্রিল : বুধবার ছিল বামপন্থী আন্দোলনের অন্যতম নেতৃত্ব লেনিনের ১৫১ তম জন্মদিন। এই দিনটিতে বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রীক যুব ফেডারেশনের যুবরা রাজ্যের তেরোটি হাসপাতালে রক্তদানের মধ্য দিয়ে পালন করলো।
বর্তমানে রাজ্যের প্রতিটি হাসপাতালেই রক্তের সংকট চলছে। আর এর মধ্যে ডি.ওয়াই.এফ.আই এই উদ্যোগ সাধুবাদ যোগ্য।
বুধবার গোটা রাজ্যের সাথে সাথে ধর্মনগর ব্লাড ব্যাংকেও ডি.ওয়াই.এফ.আই ধর্মনগর মহকুমা কমিটির যুবকরা রক্ত দান করেন।
বর্তমানে রাজ্যের প্রতিটি হাসপাতালেই রক্তের সংকট চলছে। আর এর মধ্যে ডি.ওয়াই.এফ.আই এই উদ্যোগ সাধুবাদ যোগ্য।
বুধবার গোটা রাজ্যের সাথে সাথে ধর্মনগর ব্লাড ব্যাংকেও ডি.ওয়াই.এফ.আই ধর্মনগর মহকুমা কমিটির যুবকরা রক্ত দান করেন।
কোন মন্তব্য নেই