খোয়াই শহরের ডিকে রোড এর বেহাল দশা, নিরব পৌর পরিষদ




সবুজ ত্রিপুরা, খোয়াই প্রতিনিধি, ২৪ এপ্রিল: খোয়াই শহরের প্রাণকেন্দ্রে ডিকে রোডের বেহাল দশা। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জলমগ্ন অবস্থায় পড়ে আছে। রাস্তার মাঝখান থেকে জল কেটে যাওয়ার মত কোন সুবিধা নেই। রাস্তায় জল পূর্ণ হয়ে নদীর রূপ ধারণ করেছে অথচ প্রতিদিন পৌর পরিষদের সদস্য ও সদস্যাগণ এই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করলেও একবারের জন্য ও কারুর নজরে আসেনি বিষয়টি। ফলে পথচারী থেকে শুরু করে প্রশাসনিক গাড়ি এমনকি ইমারজেন্সি পরিষেবা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই অভিযোগ খোয়াই শহরবাসীর। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাদিয়ে আশেপাশে অনেক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করেন।


শুধু তাই নয় খোয়াই শহরের বেশ কয়েকটি নালা ও বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে বৃষ্টির জল কাটার মত কোন ব্যবস্থা নেই। এখন অব্দি খোয়াই পৌর পরিষদের রাস্তার নালা পরিষ্কারের কোন উদ্যোগ দেখা যায়নি। অতি শীঘ্রই যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরো বড় সমস্যার সম্মুখীন হতে হবে খোয়াইবাসীকে
ছবিঃ প্রীতম তাঁতি 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu