দুই দিনের বর্ষণেই রাজ্যের ৮ নং জাতীয় সড়ক বিপদগ্রস্থ




সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ২৪ এপ্রিল : টানা দুই দিনের বর্ষণে আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারমুড়া পাহাড়ের সড়কপথ বিপদগ্রস্থ। জাতীয় সড়কের পাশের দিকে মাটি নিচে নেমে যাওয়ার কারণে সড়কের ভাঙ্গন দেখা দিতে পারে যে কোনো সময়। লকডাউন এর কারণে রাজ্যের ৮ নং জাতীয় সড়কে যানবাহন তুলনামূলক  অনেকটাই কম। 






জাতীয় সড়কের মাটি নিচে বসে যাওয়ার বিষয়টি এনএইচ ডিভিশনের নজরে আসতেই রাস্তায় যাতে ভাঙ্গন না ধরে তার জন্য বালির বস্তা ফেলে প্যালাসেটিং দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে। কিন্তু বাঁশের খুঁটি দিয়ে প্যালাসেটিং এর কাজ কতটুকু মজবুত হবে এই ভারি বর্ষণের সময় এটাই এখন কোটি টাকার প্রশ্ন  । 


প্যালাসেটিং এর কাজের তদারকিতে থাকা এক ব্যক্তি প্রতিক্রিয়ায় জানান যে আগাম ভাবে প্যালাসেটিং দেওয়া হচ্ছে‌ , যাতে বর্ষণের সময় রাস্তা না ভাঙ্গে। উল্লেখ্য, সড়কপথে বহিঃরাজ্যের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম পথ হল এই আসাম আগরতলার ৮ নং জাতীয় সড়ক পথ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu